Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিবপুরে ডিবির চেকপোস্টে ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর শিবপুর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) চেকপোস্টে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি পিকআপ গাড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) এসআই (নিঃ) মোবারক হোসেনের নেতৃত্বে এএসআই দীপক কুমার ও সঙ্গীয় ফোর্স শিবপুর থানাধীন শাষপুর এলাকার বদু মার্কেটের সামনে ঢাকা–সিলেট মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় একটি পিকআপ গাড়ি তল্লাশি করে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— মো. বুরহান উদ্দিন (২২), পিতা মো. শরিফ উদ্দিন, মাতা কুলসুমা বেগম, বাড়ি নয়ামাটি, থানা গোয়াইনঘাট, জেলা সিলেট এবং মো. সাহিদ আহম্মেদ (২৫), পিতা মো. হাজী আনিসুল হক, মাতা মৃত দিলারা বেগম, বাড়ি রামপ্রসাদ, থানা জৈন্তাপুর, জেলা সিলেট।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ফেন্সিডিল মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িসহ জব্দ করা হয়েছে। এ ঘটনায় শিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।