Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে চোরের কামড়ে বাড়ির মালিক গুরুতর আহত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় চুরি করতে এসে এক চোরের কামড়ে বাড়ির মালিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের মো. কুদ্দুস শেখের বাড়িতে গভীর রাতে একটি চোর প্রবেশ করে। চোরটি ঘরের অন্যান্য কক্ষে বাইরে থেকে তালা লাগিয়ে কুদ্দুস শেখের ছেলে মো. রবিন শেখের (২৭) ঘরে ঢুকে টাকা-পয়সা খোঁজাখুঁজি করতে থাকে। এ সময় শব্দ পেয়ে রবিন শেখ ঘুম থেকে উঠে চোরকে ধরে ফেলেন।

পালানোর চেষ্টায় চোর রবিন শেখের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়, এতে তিনি গুরুতর আহত হন। রবিন শেখের চিৎকারে তার বাবা ও পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এসে চোরকে আটক করেন। পরে ভোরের দিকে এলাকাবাসী জড়ো হয়ে চোরকে গণপিটুনি দেয়।

আটক চোরের পরিচয় পাওয়া গেছে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রাভাটুরা গ্রামের ইউনুস মল্লিকের ছেলে সোহেল মল্লিক (৪১)।

ঘটনায় আহত রবিন শেখ ও অভিযুক্ত চোর সোহেল মল্লিককে মধুখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান জানান, আহত রবিন শেখ ও চোর সোহেল মল্লিককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।