স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল-২আসনে ধানের শীষের প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ কে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে দলীয় নেতা-কর্মীরা।
শনিবার (২৭ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ঢাকা থেকে সড়ক পথে লোহাগড়ার মধুমতী কালনা সেতুর টোল প্লাজায় পৌঁছালে নড়াইল ও লোহাগড়ার বিএনপি’র প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়।
পরে উচ্ছ্সিত নেতাকর্মী ও সমর্থকরা তাদের মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ কে নিয়ে বিশাল মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে লোহাগড়ার শহরের কুন্দশী এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন ফুল দিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানান।
এ দিকে মোটরসাইকেলের শোভাযাত্রাটি নড়াইল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড.ফরিদুজ্জামান ফরহাদ।
এ সময় তিনি নড়াইলবাসীর উদ্দেশ্যে বলেন,মানুষের ভালোবাসায় আমি সিক্ত। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকলে মিলেমিশে কাজ করলে এ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হবে।

