মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একই সঙ্গে মনোনয়ন পরিবর্তনের দাবিতে শনিবার বিকালে তারা গায়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন।
স্থানীয় বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবালের সমর্থকরা উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে সমাবেশে মিলিত হন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, পৌর সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান এবং ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতা-কর্মীরা।
সমাবেশে নেতা-কর্মীরা বলেন, মুফতি রশীদ মনিরামপুরে জনবিচ্ছিন্ন এবং তার গ্রহণযোগ্যতা নেই। কেন্দ্রীয় নেতারা স্থানীয়দের অজান্তে তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তারা দাবি করেন, স্থানীয় প্রার্থী শহীদ ইকবালের মনোনয়ন বহাল রাখা না হলে মনিরামপুরের বিএনপি দুর্বল হয়ে যাবে।
সমাবেশ শেষে নেতা-কর্মীরা পৌর শহরের প্রধান সড়ক প্রদর্শন করে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের মাধ্যমে তারা পুনরায় শহীদ ইকবালের মনোনয়ন বহাল রাখার দাবি জানান।

