রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক হলেও তা যেন সামাজিক বিভাজনে রূপ না নেয়—এমন আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
শনিবার (২৭ ডিসেম্বর) খুলনার রূপসা উপজেলার আইচগাতী বেলফুলিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি বলেন, “আমরা সবাই একই এলাকার সন্তান।
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে রূপসা ও খুলনা-৪ আসনের উন্নয়ন এবং মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ হওয়াই সবচেয়ে জরুরি।”
১ নম্বর আইচগাতী ইউনিয়ন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হেলাল বলেন, “নেতা হওয়ার চেয়ে এলাকার মানুষের পাশে দাঁড়ানো বড় বিষয়। আমি রাজনীতি করতে নয়, মানুষের সেবা করতে এখানে এসেছি।”
তিনি আরও বলেন, বিএনপি রাজনৈতিকভাবে সব সময় ন্যায় ও সহনশীলতার চর্চা করে এসেছে। “এই অঞ্চলে কেউ প্রতিপক্ষ নয়। আমরা সবাই একসঙ্গে চলি, একসঙ্গেই সামনে এগোবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যার যাকে পছন্দ, তাকেই ভোট দেবেন—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
অতীতের বিভাজনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “এক সময় নানা কৌশলে এ অঞ্চলে বিভেদ সৃষ্টি করা হয়েছিল। অথচ এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান
সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। দেশনায়ক তারেক রহমানের ভাষায়, সবার আগে বাংলাদেশ।”
সভায় শেখ আবদার আলীর সভাপতিত্বে এবং শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় স্থানীয় সুধীজন, সমাজকর্মী ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম, আফজাল শেখ, ড. সৈয়দ কামরুল ইসলাম, শিকদার বেলায়েত হোসেন, ইসলাম খান, আলহাজ মাওলানা মাহাবুবুর রহমান, মুফতি জুনায়েদ হোসেন, মনি শংকর বাবু, জাহাঙ্গীর আলম, রাজা মনিরুজ্জামান তছলিম, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

