Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বাটরা মাদ্রাসায় বার্ষিক ফলাফল প্রকাশ ও বিদায় অনুষ্ঠান 

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার বাটরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শনিবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে সকাল থেকে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সাফল্যের স্বীকৃতি পেয়েছে।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ হাসানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ তোহিদুর রহমান। এছাড়া মাওলানা শাহাজান আলী সরদার, সাবেক ইউপি সদস্য মাওলানা খোরশেদ আলম, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ বাবলা সানা, মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুদ্দিন, সহকারী শিক্ষক মনিরুল ইসলাম ও মোহাম্মদ সেলিম রেজাসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিবেশ সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ব্রেকিং দ্যা সাইলেন্স’ শোভনালী ইউনিয়নের গোদাড়া বাটরা বাজার ও মাদ্রাসায় দুটি ডাস্টবিন স্থাপন করে। বক্তারা শিক্ষার পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্নতা ও সচেতনতা গড়ে তুলতে এমন উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।