জুলফিকার বাবলু, মাদারগঞ্জ( জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নৌকাসহ ৪০ জন বরযাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাট থেকে মাদারগঞ্জ উপজেলার জামথল ঘাটের উদ্দেশে ৪০ জন বরযাত্রীসহ একটি নৌকা যাত্রা করে । মাঝ নদীর মধ্যে ঘন কুয়াশার কারণে নৌকাটি আটকা পড়ে। সূত্রে জানা যায়,নৌকার সকল যাত্রীই মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন।
ঘন কুয়াশার কারনে নৌকার মাঝি দিক হারিয়ে ফেলে।কোন উপায় না পেয়ে নৌকার মাঝিসহ যাত্রীরা নদীতেই নোঙ্গগর করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নদীতে আটকা পড়া বিষয়টি চাউর হয়। রাতে তাদের উদ্ধার কার্যক্রম ব্যহত হয়।
জেলা প্রশাসক জামালপুরের নির্দেশে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিমের সহযোগিতায় পরদিন শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কুয়াশা কেটে গেলে অন্য একটি নৌকার সহায়তায় উদ্ধার অভিযান শুরু করা হয়।
সকাল সাড়ে১১ টায় দিকে নৌকাটি নিরাপদে জামথল ঘাটে পৌঁছায় এবং তাদের উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী বলেন,নৌকায় থাকা সকল যাত্রী সুস্থ ও নিরাপদ আছেন।

