তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জের ধরে অনিমা রাণী দাশ (৭২)কে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে জখম করা হয়েছে।
জালালপুর গ্রামের মৃত সন্তোষ দাশের স্ত্রী এবং সাবেক জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপীর মা অনিমা রাণী দাশকে শুক্রবার সকালে নিজের দখলীয় জমির গাছ থেকে সুপারি কাটতে যাওয়ার সময় আগে থেকে ওতপেতে থাকা জালালপুর গ্রামের মৃত কেসমত কারিগরের ছেলে সিদ্দিক কারিগর (৪৫) ও তার ভাই হজরত কারিগর (৪২) হামলা চালায়।
হামলাকারীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে অনিমা রাণী হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এর ফলে তার চোখের উপরে ও নীচে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম সৃষ্টি হয়। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

