Nabadhara
ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তালায় সত্তরোর্ধ্ব মহিলাকে পিটিয়ে জখম

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় পূর্ব শত্রুতার জের ধরে অনিমা রাণী দাশ (৭২)কে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারাত্মকভাবে পিটিয়ে জখম করা হয়েছে।

জালালপুর গ্রামের মৃত সন্তোষ দাশের স্ত্রী এবং সাবেক জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপীর মা অনিমা রাণী দাশকে শুক্রবার সকালে নিজের দখলীয় জমির গাছ থেকে সুপারি কাটতে যাওয়ার সময় আগে থেকে ওতপেতে থাকা জালালপুর গ্রামের মৃত কেসমত কারিগরের ছেলে সিদ্দিক কারিগর (৪৫) ও তার ভাই হজরত কারিগর (৪২) হামলা চালায়।

হামলাকারীরা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করলে অনিমা রাণী হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এর ফলে তার চোখের উপরে ও নীচে গুরুতর জখম হয় এবং শরীরের বিভিন্ন অংশে ফোলা জখম সৃষ্টি হয়। বর্তমানে তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।