গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-১আসন
(গৌরনদী-আগৈলঝাড়া) জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান এর দাঁড়িপাল্লার পক্ষে নমিনেশন পত্র সংগ্রহ করা হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটানিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা ইউএনও মো. ইব্রাহীম‘র কাছ থেকে এ নমিনেশন পত্র সংগ্রহ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৗরনদী পৌর আমীর আলহাজ¦ মাওলানা হাফিজুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-১আসন
(গৌরনদী-আগৈলঝাড়ার) আসন পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল-১ আসন জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান এর দাঁড়িপাল্লার পক্ষে নমিনেশন পত্র সংগ্রহ পরবর্তি ২৯তারিখ সোমবার অত্র নমিনেশন পত্র পূরণ করে সহকারী রিটানিং কর্মকর্তা ও গৌরনদী উপজেলা ইউএনও এর বরাবর জমা দান শেষে ১২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ নির্বাচনে গৌরনদী আগৈলঝাড়ার সকলকে দেশের সুশৃঙ্খল ও উন্নয়নে ঐক্যবদ্য হয়ে দাঁড়ি পাল্লার পক্ষে ভোট প্রদানের দাবী জানান।
এনসময় উপস্থিত ছিলেন, পৌর সেক্রেটারী অধ্যাপক আজীজুর রহমান, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুফতী মো. সাইফুল ইসলাম, ৫নং ওয়ার্ড সভাপতি মো. নুরুজ্জামান সেক্রেটারী মো. আনিছুর রহমান-সহ অন্যান্যরা।

