খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে উপজেলার সদরের কাটেঙ্গা বাজার এলাকা থেকে উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সহ-সভাপতি মহিব মোল্লা (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি পূর্ব কাটেঙ্গা গ্রামের মৃত খাজা মোল্লার ছেলে।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

