Nabadhara
ঢাকারবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলার বোরহাউদ্দিনে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

তাপস কুমার মজুমদার, স্টাফ রির্পোটার ভোলা
ডিসেম্বর ২৮, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রির্পোটার ভোলা

ভোলার বোরহানউদ্দিনে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন, জেলার লালমোহন উপজেলার ভেদুরিয়া গ্রামের আবু তাহেরের ছেলে মো. মিজান ও আরেকজন রিয়াজ উদ্দিন। কিন্তু রিয়াজ উদ্দিনর ঠিকানা পাওয়া যায়িন। তবে একজনের পরিচয় পাওয়া যায়নি।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লালমোহন থেকে যাত্রী নিয়ে ভোলা সদরের দিকে রওনা করে সিএনিজটি। পরে বোরহানউদ্দিন উপজেলার মানিকারহাট বাজার সংলগ্ন মাদ্রাসার মোড় এলাকায় আসলে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনিজতে থাকায় তিন যাত্রী ঘটনাস্থেল নিহত হন। আহত হন অন্তত চারজন। সিএনজিটি দুমরে মুচড়ে যায়। এরপর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।