দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে সাড়ে ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রোববার সকাল ৯.৩০ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ’ মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ৬ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ডাংমড়কা চেকপোষ্টে হাবিলদার মো. মুরাদ হোসেন এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ১৩ বোতল মদসহ মো. হাসিম আলী (৪৩) কে আটক করেছে। আটক মাদক কারবারী রাজশাহী জেলার দামপুরা থানার শিতলাই গ্রামের আঃ আজিজের ছেলে।
অপরদিকে শনিবার রাত আনুমানিক ১২.৪০ টায় একই ব্যাটালিয়ন অধীনস্থ পশ্চিম ধর্মদাহ বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৭/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থানে হাবিলদার মো. আজিজুর রহমান এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৪ বোতল মদ ও ৬০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়াও আজ রোববার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ মিরপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় হাবিলদার মো. নুরুজ্জামান এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৬ হাজার ২০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করেছে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সিজারমূল্য ৫ লক্ষ ৬৮ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
এদিকে মাদকসহ আটক মাদক কারবারীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি কাস্টম্স অফিসে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।
মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধারের বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

