মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরা-২ (মহম্মদপুর, শালিখা ও দক্ষিণ মাগুরা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী রবিবার (২৮ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহা. শাহনুর জামানের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় মহম্মদপুর উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ্যাড. নিতাই রায় চৌধুরী মনোনয়নপত্র দাখিলের আগে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় অন্তর্কোন্দল ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. শাহনুর জামানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট খান রোকোনুজ্জামান, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মনিরুজ্জামান মুকুলসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণকে অধিক অংশগ্রহণের মাধ্যমে বিএনপির প্রার্থীদের বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

