গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ-০১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আশ্রারাফুল আলম শিমুলের মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।
আজ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীর ছোট ভাই ব্যারিস্টার নাজমুল আলম সবুজ। এসময় তার অপর ভাইও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আশ্রারাফুল আলম শিমুলের একটি পারিবারিক ঐতিহ্য রয়েছে। তার বাবা বিএনপি থেকে এই আসনে সংসদ নির্বাচনে অংশ নেয়া ছাড়াও তিনি মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান ছিলেন।তা’ছাড়া আশ্রাফুল আলম শিমুল সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং মুকসুদপুর পৌর মেয়র ছিলেন।
তিনি মনোনয়ন পত্র জমা দেয়ায় বিএনপি সহ অন্যান্য প্রার্থীরা কঠিন প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে বলে অভিজ্ঞমহল মনে করছেন।
পরে নির্বাচনী পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে শিমুলের ছোট ভাই ব্যারিস্টার সবুজ বলেন,
মুকসুদপুর-কাশিয়ানীর লোকজন সব সময়ই তাদের সাথে ছিলেন। আগামীতেও তাদের সাথে থাকবেন।আর তা আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ভোটাররা প্রমান করে দেবেন।

