চন্দনাইশ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে আসন্ন রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিল করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাফেজ ইলিয়াস শাহ্।
সোমবার (২৯ ডিসেম্বর) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা করেন।
ফরম জমা করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রার্থী হাফেজ ইলিয়াস শাহ্ বলেন, ইনসানিয়াত বিপ্লব কোনো প্রচলিত রাজনৈতিক দল নয়। এটি সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীন একটি আন্দোলন।
মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি দীর্ঘদিন ধরে অন্যায়, অনিয়ম, খুন, গুম, জুলুম ও শোষণের বিরুদ্ধে সংগ্রাম করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য একটি মানবিক সমাজ গঠন করা—যেখানে ধর্ম-বর্ণ-লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। সব মানুষের সমান অধিকার নিশ্চিত করে সত্য-সুবিচার-মানবতা-অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ইনসানিয়াত বিপ্লবের রাজনৈতিক দর্শন।
এসময় দলীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ্ আলম সজীব, সাইফুল ইসলাম, এনাম উদ্দিন, শাহদাৎ হোসেন, শাহেদুল ইসলাম, আবদুল আহাদ, তারেক রহমান প্রমুখ।

