সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীর বগাদানা ইউনিয়নের ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে অবৈধভাবে পুনর্বহালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকরা।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তাকিয়া বাজারস্থ ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল তাকিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বগাদানা ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভী ইব্রাহীম ভূঞা, জাফর ইকবাল মানিক, নূর ইসলাম, ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান ফারুক, চতুর্থ শ্রেণির কর্মচারী কামাল উদ্দিন, অভিভাবক দেলোয়ার হোসেন, ব্যবসায়ী নুর এছলাম ও আবুল খায়েরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, গিয়াস উদ্দিন ফেনীর মহিপাল এলাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলায় প্রায় এক বছর আগে গ্রেফতার হন। ওই ঘটনায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান তাকে সাময়িক বরখাস্ত করেন। পরবর্তীতে বিদ্যালয়ের এডহক কমিটি তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার আবেদন জানায়। তিনি প্রায় আট মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।
বক্তব্যে আরও বলা হয়, এর আগেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি ও হামলা-সংঘর্ষের অভিযোগে তাকে অন্তত সাতবার বরখাস্ত করা হয়েছিল। ফেনী-২ আসনের তৎকালীন সংসদ সদস্য নিজাম হাজারীর অবৈধ হস্তক্ষেপে তিনি পুনরায় বিদ্যালয়ে যোগদান করেন। সে সময় তার যোগদানকে কেন্দ্র করে শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং একাধিক মামলা দায়ের হয়।
সম্প্রতি তাকে পুনরায় বিদ্যালয়ে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে—এমন খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, গিয়াস উদ্দিন পুনরায় বিদ্যালয়ে যোগদান করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এ কারণে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানান বক্তারা।
উল্লেখ্য, সোমবার গিয়াস উদ্দিনের বিদ্যালয়ে যোগদানের কথা থাকলেও মানববন্ধন ও এলাকাবাসীর বিক্ষোভের কারণে তিনি বিদ্যালয়ে যোগদান করেননি।

