Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে দুইটি বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজবাড়ী প্রতিনিধি 
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি 

রাজবাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর রাতে রাজবাড়ী সদর থানাধীন গৌরন্দী ইউনিয়নের সেনগ্রামিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর থানার বিভিন্ন এলাকার চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান সরদার (২৮), মো. সিয়াম শেখ (২১), মো. জাহাঙ্গীর শেখ তারেক (৩০) ও মো. ফিরোজ শেখ (৩০)।

ডিবি পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৭.৬৫ এমএম বোরের দুইটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যেগুলোতে ‘Made in USA’ লেখা রয়েছে। এছাড়া চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, নগদ ২০ হাজার টাকা এবং একটি কালো রঙের ছোট ব্যাগ জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. সিয়াম শেখের বিরুদ্ধে মারামারি সংক্রান্ত মামলা রয়েছে। অপরদিকে মো. জাহাঙ্গীর শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ মোট নয়টি মামলা রয়েছে। এছাড়াও মো. ফিরোজ শেখের বিরুদ্ধেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।