শার্শা প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিকভাবে মনোনয়ন প্রাপ্ত হলেও চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির মনোনয়ন বহালের দাবিতে শার্শায় ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শার্শা উপজেলা স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বক্তব্যে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে প্রার্থী হিসেবে মাঠে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তিনি এলাকায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সভা-সমাবেশ করেছেন, দলকে সংগঠিত করেছেন এবং অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের সাথে আলোচনা করেছেন।
তৃপ্তি অভিযোগ করেন, দলের মনোনয়ন পরিবর্তনের পেছনে কোনো অশুভ শক্তি কাজ করেছে এবং দলের প্রতি তাঁর দীর্ঘদিনের ত্যাগ ও সংগঠনমূলক অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তার মনোনয়ন পুনর্বহালের আহবান জানান।
সমাবেশে বক্তারা বলেন, শার্শা আসনের তৃণমূল নেতা-কর্মীরা দীর্ঘদিন দলের জন্য নির্যাতন ও হেফাজতের মুখোমুখি হয়েছেন। সেই ত্যাগী নেতাকে বাদ দিয়ে নতুন মনোনয়ন প্রদানের ফলে তৃণমূল পর্যায়ের ভোটাররা ভোটকেন্দ্রে না যাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।
বক্তারা আরও বলেন, মফিকুল হাসান তৃপ্তি এলাকায় দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন এবং নির্বাচনী মাঠে তার জনপ্রিয়তা প্রমাণিত। তাই কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তার মনোনয়ন ফিরিয়ে আনার দাবি জানান তারা।
মফিকুল হাসান তৃপ্তি প্রাথমিকভাবে যশোর-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছিলেন এবং এলাকায় ব্যাপক গণসংযোগ ও সভা-সমাবেশ পরিচালনা করছিলেন। তবে স্থানীয় কিছু নেতার বিরোধিতার কারণে তাঁর মনোনয়ন চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে।

