বেনাপোল (যশোর) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে যশোর-১ (শার্শা) আসনে মোট সাতজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শার্শা উপজেলা কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। তিনি জানান, নির্বাচনী কমিশনের নির্দেশনা অনুযায়ী সোমবারই ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
মনোনয়নপত্র দাখিলের ক্রম অনুযায়ী:সকাল ১১:৩০ মিনিটে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান,দুপুর ১:৩০ মিনিটে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন,বিকেল ৩:০০ টায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান আলী গোলদার,বিকেল ৪:৩০ মিনিটে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,বিকেল ৫:০০ টায় স্বতন্ত্র প্রার্থী আবুল হাসান জহির।
এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টি মনোনীত জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী ঐক্যজোট মনোনীত বখতিয়ার রহমানও তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ জানান, সব মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন।

