Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-১ ও ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফরিদপুর প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার বিকেলে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক, যার ফলে উপজেলা পরিষদ চত্বর একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশে পরিণত হয়। শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, “ফরিদপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার ও উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি।”

এছাড়া ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার দুপুরে বোয়ালমারী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়।

মনোনয়নপত্র দাখিলকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সন্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আ. কুদ্দুস শেখ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ফরিদপুর জেলায় মোট ৬৫৭টি ভোটকেন্দ্র রয়েছে এবং মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭১ হাজার ৯২৩ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।