মৌলভীবাজার প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন:বিএনপি মনোনীত প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব),স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা মো: মহসিন মিয়া (মধু),বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী এড: মোহাম্মদ আব্দুর রব,১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা প্রীতম দাশ,বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শেখ নুরে আলম হামিদী,স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা জালাল উদ্দিন আহমদ জিপু,মুঈদ আশিদ চিশতী,বাসদ মনোনীত প্রার্থী মো: আবুল হাসান।
মৌলভীবাজার-৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান এবং শ্রীমঙ্গল উপজেলা অফিসার মো: ইসলাম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

