দৌলতপুর ( কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার ( ২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রথমে মনোনয়ন দাখিল করেন কুষ্টিয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রকৌশলী জাকির হোসেন সরকার।
পরে একে একে কুষ্টিয়া-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল গফুর, একই আসনে বিএনপি মনোনীত ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনে বিএনপি মনোনীত সৈয়দ মেহেদী আহমেদ রুমি একই আসনে জামায়াত প্রার্থী আফজাল হুসাইন, কুষ্টিয়া-১ জামায়াত মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ মো. বেলাল উদ্দিনসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল দেন।
এ নিয়ে জেলার ৪টি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপিসহ ৫ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন।
আজ সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে মনোয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনিত প্রার্থী মোহা. বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদ মনোনিত প্রার্থী মো. শাহাবুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি) মনোনিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্মআহবায়ক মো. নুরুজ্জামান হাবলু মোল্লা।
দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিভিন্ন দলের ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসন থেকে তার দপ্তর থেকে ১০জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
বাঁকী প্রার্থীর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

