ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন:গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম,বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ,স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোর্শেদ আলম,এনসিপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা কামাল,জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ ছাইফ উল্লাহ পাঠান।
সহকারী রিটার্নিং অফিসার জানান, দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই ৪ জানুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্পন্ন হবে। এর পর বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

