রাজবাড়ী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে সোমবার (২৯ ডিসেম্বর) মোট ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের কাজ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সুলতানা আক্তারের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
রাজবাড়ী-১ আসন:এ আসনে মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন:বিএনপি মনোনীত সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম,জামায়াত মনোনীত জেলা জামায়াতে আমির মোঃ নরুল ইসলাম,জেলা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু,জাকের পার্টি মনোনীত মোহাম্মদ আলী বিশ্বাস।
রাজবাড়ী-২ আসন:এ আসনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে রয়েছে:বিএনপি মনোনীত হারুন অর রশিদ,জামায়াত মনোনীত মোহাম্মদ হারুন অর রশিদ,স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু,জাতীয় পার্টি মনোনীত মোঃ শফিউল আজম খান,গণঅধিকার পরিষদ মনোনীত জাহিদ শেখ,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত জামিল হিজাজী,বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত মোঃ আব্দুল মালেক,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মনোনীত মোঃ আব্দুল মালেক মন্ডল,খেলাফত মজলিস কাজী মিনহাজুল আলম,বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ কুতুব উদ্দিন,স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাহিদুল আলম,স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা।
রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানান, সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজবাড়ী-১ আসন থেকে ৪ জন এবং রাজবাড়ী-২ আসন থেকে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

