Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলার মাধ্যমেই মানুষের জীবন তৈরি করতে হবে– সাতক্ষীরায় উপসচিব শাহ আবদুল সাদী

Link Copied!

আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা প্রতিনিধি

খেলাধুলার মাধ্যমেই মানুষের জীবন তৈরি করতে হবে। এজন্য শিশু, কিশোর – কিশোরী ও যুবদের উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করতে হবে। খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ডিজিটাল কর্ণারে অনুষ্ঠিত এডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রণালয়ের উপসচিব শাহ আবদুল সাদী একথা বলেন।

কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা  বিষয়ে আয়োজিত এডভোকেসি সভার সভাপতিত্ব করেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত।

সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (SDC) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি আরো বলেন, খেলাধুলা মানুষের জীবনকে শুধু আনন্দ দেয় না, এটি সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। মনের বিকাশ ঘটানোর সবচেয়ে উত্তম পথ খেলাধুলা।

মাঠে যে খেলতে শেখে, জীবনে সে হেরে যায় না, এমন মন্তব্য করে তিনি আরো বলেন, স্প্রিট প্রকল্প মেয়েদের ঘর থেকে মাঠে এনেছে, তাদের ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে, এবং নিজস্ব পরিচয় ও আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করেছে। আজ তারা যে অবস্থান থেকে শুরু করেছে, সেই পরিবর্তন যেন অব্যাহত থাকে এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান অতিথি বলেছেন, একসময় মেয়েদের মাঠে নামা যেনো ছিল এক অঘোষিত সামাজিক নিষেধাজ্ঞা।

বিশেষ করে সাতক্ষীরার উপকুলীয় এলাকায়। যেখানে নদীর লোনা পানি, ঘূর্ণিঝড়ের ক্ষত, দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তনের ভয়, একাকার হয়ে মানুষের দৈনন্দিন জীবনকে তিলে তিলে শেষ করেছে। এখানকার মেয়েদের জন্য মাঠ মানে শুধু খেলা নয় বরং সামাজিক চোখরাঙানি, পরিবার ও সম্প্রদায়ের বিধিনিষেধ ছিলো।

“মেয়ে হয়ে খেলতে যাবে কেমন করে?”-এই ধরনের কথার কারণে কত স্বপ্ন অর্ধেকেই থেমে গেছে।

প্রধান অতিথি বলেন, সরকার খেলাধুলার পরিবেশ তৈরিতে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের মাঠগুলোকে খেলাবান্ধব করতে ইতোমধ্যেই কার্যক্রম শুরু করেছে। তিনি স্কুল -কলেজের শিক্ষকদের ছেলে -মেয়েদের খেলাধুলার প্রতি উৎসাহ দিতে আহ্বান জানিয়েছেন। একই সাথে প্রত্যেক পরিবারের শিশুদের ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি মনোযোগী করে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতিও অনুরোধ জানান।

এডভোকেসি সভায়  জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মাধ্যমে শারীরিক, মানসিক এবং মনোসামাজিক সুস্থতা বৃদ্ধি করা, নেতৃত্ব ও জলবায়ু সহনশীলতার উপর জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা, শিশু ও যুবক- যুবতীদের অংশগ্রহণমূলক ও একটি সহায়ক পরিবেশ তৈরি করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রকল্পে সাতক্ষীরা জেলার ০৫টি উপজেলার ১৫টি ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত কারণে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ও ক্ষতির শিকার জনগোষ্ঠীর পরিবারের ২৭০০ জন ( ছেলে ১৩৫০ এবং মেয়ে ১৩৫০ জন) শিশু ও যুবদের অংশগ্রহণে ১৮০ টি গ্রুপের মাধ্যেমে গত ০৪ মাস ব্যাপী ‘সুরক্ষার জন্য ফুটবল কারিকুলাম গাইড’ এবং ‘সুরক্ষার জন্য গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা কারিকুলাম গাইড’এ অর্ন্তভূক্ত নিরাপদ খেলার মাধ্যমে ১৮টি সেশনের মধ্য দিয়ে জীবনের গুরুত্বপূর্ণ ৬টি জীবন দক্ষতা অর্জন করেছে।

স্প্রিরিট প্রকল্পের সাতক্ষীরা ম্যানেজার শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে  সাতক্ষীরা জেলা তথ্য কর্মকর্তা মোঃ জাহারুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সাবেক ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, সমাজসেবা কর্মকর্তা উপ-পরিচালক সায়েদুর রহমানসহ যুব উন্নয়ন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, সাংবাদিক ও ব্রেকিং দ্য সাইলেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।