Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

৪৭ নওগাঁ-২ আসনে জামায়াতের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো:এনামুল হকের মনোনয়নপত্র দাখিল

Link Copied!

হাসান শাহরিয়ার পল্লব, পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা–ধামুইরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক তাঁর মনোনয়ন ফরম দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি নওগাঁ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম-এর কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।

এ সময় প্রার্থীর সাথে আরও উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা সহকারী সেক্রেটারী মোঃ নাজমুল হোসেন, নওগাঁ-২আসন পরিচালক মাওঃ মারুফ হোসেন, ও পত্নীতলা উপজেলা আমীর মাওঃ আব্দুল মুকিম
জামায়াতে উপজেলা পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন জমা শেষে জামাত প্রর্থী ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে আশা করেন, ন্যায়বিচার, সুশাসন ও জনকল্যাণ নিশ্চিত করতে নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং নওগাঁ-২ আসনের জনসাধারণের কাছে দোয়া, সহযোগিতা আশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।