নরসিংদী প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫টি সংসদীয় আসনে সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
এরমধ্যে নরসিংদী-১ (সদর) আসনে ৮ জন, নরসিংদী-২ (পলাশ) ৮ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে ৯ জন ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ১১ জন।
নরসিংদী-১ (সদর):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৮ জন। এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খায়রুল কবির খোকন, বাংলাদেশ জামায়েতে ইসলামী মোঃ ইব্রাহিম ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোঃ আশরাফ হোসেন ভূঞা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ হামিদুল হক পারভেজ, গণঅধিকার পরিষদ শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সাখাওয়াত হোসেন, জাতীয় পার্টি মোহাম্মদ মোস্তফা জামান, গণফোরাম শহিদুজ্জামান চৌধুরী।
নরসিংদী-২ (পলাশ):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ জন। এরমধ্যে রয়েছেন- জাতীয় নাগরিক পার্টির মোঃ গোলাম সারোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আলহাজ ইঞ্জিনিয়ার মুহসীন আহম্মেদ, বাংলাদেশ জামায়েতে ইসলামীর মোঃ আমজাদ হোসাইন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ড. আবদুল মঈন খান, ইসলামি ফ্রন্ট বাংলাদেশ এর আসিফ ইকবাল, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোঃ ফারুক ভূঁইয়া, জাতীয় পার্টির এ. ন. ম রফিকুল আলম সেলিম ও ইনসানিয়াত বিপ্লব এর মোহাম্মদ ইব্রাহিম।
নরসিংদী-৩ (শিবপুর):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০ জন। এরমধ্যে আছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোঃ রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনজুর এলাহী, জাকের পার্টির আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, ইনসানিয়াত বিপ্লব এর রায়হান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ ওয়ারেজ হোসেন ভূইয়া, জাতীয় পার্টির এ কে এম রেজাউল করিম, গণফোরাম এর এ কে এম জগলুল হায়দার আফ্রিক, স্বতন্ত্র মো. আরিফুল ইসলাম মৃধা ও জনতার দল এর মো. এনামুল হক।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ০৯ জন। এরমধ্যে রয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বীরমুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ ছাইফুল্লাহ, বাংলাদেশ জামায়েতে ইসলামীর মোঃ জাহাঙ্গীর আলম, জনতার দল এর আবু দার্দা মোঃ মাজ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, বাংলাদেশ খেলাফত মজলিস এর মোহাম্মদ নাসির উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর মুহাম্মদ মিলন মিয়া, জাতীয় পার্টির মোঃ কামাল উদ্দিন ও বাংলাদেশ কংগ্রেস এর কাজী শরিফুল ইসলাম।
নরসিংদী-৫ (রায়পুরা):
এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। এরা হলেন- স্বতন্ত্র মুহাম্মদ পনির হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোঃ আশরাফ উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর তাহমিনা আক্তার, স্বতন্ত্র মোঃ গোলাপ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বদরুজ্জামান উজ্জল, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা, বাংলাদেশ খেলাফত মজলিশ এর তাজুল ইসলাম, স্বতন্ত্র মোঃ জামাল আহমেদ চৌধুরী, স্বতন্ত্র মোঃ সোলায়মান খন্দকার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মশিউর রহমান ও স্বতন্ত্র তৌফিকুর রহমান।

