Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে বিএনপি ও জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ডিসেম্বর ২৯, ২০২৫ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের নিকট আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দিতে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এবং দলের সমর্থন দৃঢ়ভাবে প্রকাশ পায়।

বিকেল ৩ টায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী তালুকদার সহকারী রিটার্নিং অফিসার রুমানা আফরোজের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, জামায়াত নেতা এম আনোয়ার হোসেন সিকদারসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির পক্ষে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান বিকেল ৪টায় সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক হারুন জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান, পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার, সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকেল ৫ টায় গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী সালাহউদ্দিন সানু সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম হাসান, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি সজল মাহমুদসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও মুসলিম লীগ মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান রিটার্নিং অফিসার ও বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমনের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন।

এর আগে রবিবার ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম জেলা রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেয়। এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকুন ডাকুয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।