Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে দাম্পত্য কলহে গৃহবধূর বিষপানে মৃত্যু

Link Copied!

আমিনুল ইসলাম ইসলাম, দূর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী দুর্গাপুরে স্বামীর ওপরে অভিমান করে বিষপান করে সেজোথী খাতুন (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার চৌপুকুরিয়া গ্রাম।
নিহত গৃহবধূ ওই গ্রামের আলম নবীর স্ত্রী, জানা গেছে গত ৬ বছর আগে আলম নবীর সাথে বিয়ে হয় সেজোথীর। তাদের সংসারে একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) পারিবারিক কলহের জের ধরে স্বামী আলম নবীর সাথে সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে ঝগড়া হয় গৃহবধূ সেজোথী, উক্ত ঝগড়া বিবাদের জের ধরে সেই দিন সন্ধ্যায়তার শয়ন কক্ষে পান বরজে দেওয়া মশা মারা (ফাইফলন) বিষ পান করেন।

সেজোথী, বিষপানের কিছুক্ষনের মধ্যে ছটফট করতে থাকলে স্বামী আলম নবী তার কাছে গিয়ে বিষের গন্ধ পায়, এসময় তার বাড়ীর লোকজন সেজোথী খাতুনকে তাৎক্ষনিক উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ  হাসপাতালে রেফার্ড করেন, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসক
সেজোথীকে মৃত ঘোষনা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এঘটনায় দুর্গাপুর থানায় (২৯ ডিসেম্বর) সোমবার একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।