Nabadhara
ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ, সংঘর্ষে পুলিশের গুলি

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার ভোলা
ডিসেম্বর ২৯, ২০২৫ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার মজুমদার, স্টাফ রিপোর্টার ভোলা

ভোলায় ছাত্রদল নেতা রেজাওয়ান আমিন সিফাত হত্যার বিচার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ সময় বিক্ষুব্ধ একটি গ্রুপ বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রেজাওয়ান আমিন সিফাত হত্যার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসময় মিছিলের পেছনের দিকের একটি উত্তেজিত গ্রুপ শহরের বিজেপি কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ শট গানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান অভিযোগ করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ মিছিলে বিজেপির কিছু কর্মীরা ককটেল ও গুলি ফাটিয়ে পরিস্থিতি অশান্ত করে। এ ঘটনার তিনি নিন্দা জানানোর পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম জানান, এখানে ককটেল নিক্ষেপের কোন ঘটনা ঘটেনি। বিএনপির সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই। নির্বাচন সামনে রেখে একটি গ্ৰুপ শান্ত পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে।

ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সরকারের পাকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, এর আগেও গত ২ নভেম্বর বিএনপি ও বিজেপির মিছিলকে ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-১ আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর, জামায়াতের অধ্যক্ষ নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী ওবাদ বিন মোস্তফা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।