শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী নিয়ে গঠিত বাগেরহাট-১ সংসদীয় আসনে ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল সোমবার (২৯ ডিসেম্বর)। এদিন বাগেরহাট-১ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা বাগেরহাট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন—
বিএনপির মনোনীত প্রার্থী মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের কপিল কৃষ্ণ মণ্ডল,
জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মশিউর রহমান খান,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুজিবুর রহমান শামীম,
জাতীয় পার্টির এস. এম. গোলাম সারোয়ার,
বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক,
এবি পার্টির মো. আমিনুল ইসলাম,
মুসলিম লীগের এমডি শামসুল হক,
স্বতন্ত্র প্রার্থী এম. এ. এইচ. সেলিম,
স্বতন্ত্র প্রার্থী শেখ মাসুদ রানা,
স্বতন্ত্র প্রার্থী এস. এম. মুশফিকুর রহমান
এবং স্বতন্ত্র প্রার্থী আ. সবুর শেখ।

