জামালপুর প্রতিনিধি
জামালপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ৬টি ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে জামালপুর সদর ও দেওয়ানগঞ্জ উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।
দেওয়ানগঞ্জে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল ইসলাম। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জীব বিশ্বাস। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি, দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
অভিযানকালে দেওয়ানগঞ্জের এমএবি ব্রিকস, যমুনা ব্রিকস, মেঘনা ব্রিকস, সেফিড এবং দূর্গা ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, জামালপুর সদর উপজেলার আলিফ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার ভ্রম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সামিউল আলম কুরসি বলেন, “জেলা প্রশাসন কর্তৃক ইট পোড়ানোর লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং মাটি কাটার লাইসেন্স না থাকায় অভিযানে এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও পর্যায়ক্রমে সকল ইটভাটায় অভিযান চালানো হবে।”
দেওয়ানগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম জানান, “অবৈধভাবে ইটভাটা পরিচালনা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

