Nabadhara
ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে,স্থবির জনজীবন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ৩১, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টানা মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে গোপালগঞ্জে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না। এরই মধ্যে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জে।

আজ ভোর ৬টায় জেলার তাপমাত্রা নেমে আসে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান দূর্জয় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকাল ৬টায় গোপালগঞ্জে বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এ সময় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন। সে সময় আকাশ ছিল ঘন কুয়াশাচ্ছন্ন।

এদিকে প্রচণ্ড শীত ও কুয়াশার কারণে গত চার দিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষ।

উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের গুয়াখোলা গ্রামের দিনমজুর নারায়ণ দাস বলেন, “গত কয়েক দিনের শীত ও কুয়াশার কারণে ঘর থেকে বের হতে পারছি না। বোরো আবাদে জমি শুকিয়ে যাচ্ছে, কিন্তু শীতের কারণে জমিতে নামাও সম্ভব হচ্ছে না। শীত না কমলে বোরো আবাদ নিয়ে বড় সমস্যায় পড়তে হবে।”

শৈত্যপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে করে কৃষিকাজ ও স্বাভাবিক জীবনযাত্রা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।