বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান E3 Innovations Ltd। এ উদ্যোগের আওতায় উপজেলার যেসব স্কুল, মাদ্রাসা ও কলেজের নিজস্ব ওয়েবসাইট নেই, সেগুলোর জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক ও প্রফেশনাল ওয়েবসাইট নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটি।
পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমকে সহজ ও স্বচ্ছ করতে সম্পূর্ণ বিনামূল্যে প্ ম্যানেজমেন্ট ERP সফটওয়্যার সরবরাহ করবেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান এখনও ওয়েবসাইট ও ডিজিটাল সিস্টেম ছাড়া পরিচালিত হচ্ছে, যা আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে বাবুগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করতেই এই উদ্যোগ।
প্রদত্ত ERP সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের হাজিরা, ভর্তি কার্যক্রম, ফি ব্যবস্থাপনা, পরীক্ষার ফলাফল প্রকাশ ও নোটিশ প্রদানসহ সব গুরুত্বপূর্ণ কার্যক্রম একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনা করা যাবে।
ফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে তথ্যপ্রবাহ আরও সহজ হবে।
E3 Innovations Ltd জানায়, বাবুগঞ্জের সন্তান হিসেবে এ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়নকে তারা নৈতিক দায়িত্ব হিসেবেই দেখছে। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্মার্ট ও প্রযুক্তিবান্ধব করে গড়ে তোলাই তাদের লক্ষ্য।
এ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠানগুলো ০১৯৭২৩২৫৪৮৭ নম্বরে যোগাযোগ করতে বা info@e3bd.com ইমেইলে বার্তা পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমেও তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, E3 Innovations Ltd প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে স্মার্ট শিক্ষা ব্যবস্থার প্রসারে কাজ করে যাচ্ছে এবং এ উদ্যোগের মাধ্যমে বাবুগঞ্জে একটি ডিজিটাল শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

