নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর মহানগরের চাপুলিয়া এলাকায় ক্রয় করা জমি জোরপূর্বক জবর দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে একদল ভূমিদস্যুর বিরুদ্ধে।
এ সময় সাংবাদিকসহ তিনজন আহত হয়েছে।
ভুক্তভোগী মো. শুকুর আলী (৬৩) জানান, তিনি ১৪ বছর ধরে চাপুলিয়া মৌজায় ক্রয়কৃত ৯ দশমিক ৬৫ শতাংশ জমি ভোগদখল করে
জমির সীমানা নির্ধারণ করে খুঁটি, বেড়া স্থাপন করে এর মধ্যে সম্প্রতি ৩ দশমিক ৩০ শতাংশ জমি বিক্রি করা হয়। আইনগতভাবে গাজীপুরে কর্মরত আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিনের কাছে। বিক্রয়ের পরে জমির নির্ধারণ করা খুঁটি, বেড়ার সামনে থেকে জমির মালিক শুক্কুর আলী জসিম উদ্দিন এর ৩ দশমিক ৩০ শতাংশ জমিতে সাইনবোর্ড স্থাপন করে।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর,২০২৫) দুপুরে স্থানীয় ভূমিদস্যু রুহুল আমিন, তার স্ত্রী তামান্না ফেরদৌসী আশা, নাসিমা সুলতানা ও সাইফুল ইসলাম সাব্বিরসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করেন।
তারা সীমানা খুঁটি ও বেড়া ভেঙে ফেলে। এর প্রতিবাদ জানালে ভূমিদস্যুরা মো. শুকুর আলী ও তার ছেলে রাসেল মিয়া (৩৮) এবং সাংবাদিক মো. জসিম উদ্দিনকে মারধর করার অভিযোগ রয়েছে। একপর্যায়ে ভূমিদস্যু রুহুল আমিন লোহার রড দিয়ে রাসেল মিয়ার কানে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এছাড়া রাসেলের কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। ভূমিদস্যুরা
এ সময় সাংবাদিক জসিম উদ্দিনের ব্যবহৃত স্যামসাং আলট্রা-২১ মডেলের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুরের চেষ্টা করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পুনরায় হামলা ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত রাসেল মিয়া ও জসিম উদ্দিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা জানান, রাসেল মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী মো. শুকুর আলী বুধবার গাজীপুর সদর মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম বলেছেন, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

