জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনি ও কালিগঞ্জ উপজেলার সংযোগস্থল চাম্পাফুল বাজারে সুস্থ ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চার লক্ষ্যকে সামনে রেখে “দোহা টিউন স্টুডিও অ্যান্ড একাডেমী”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইংরেজি নববর্ষের বিকেলে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি কলেজের শিক্ষক ও একাডেমীর পরিচালক প্রভাষক জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মাসুদুর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. আকাশ হোসেন, তাজাল্লা যুব ফাউন্ডেশন ও তাজাল্লা শিল্পী গোষ্ঠীর সভাপতি ডা. আফজাল শরীফ, সামাজিক যোগাযোগমাধ্যমের সুপরিচিত কনটেন্ট ক্রিয়েটর ইয়াসির আরাফাত, অভিনয় বিভাগের পরিচালক মো. শাহ আলম এবং সঙ্গীত বিভাগের পরিচালক মো. ওলিউল্লাহসহ অন্যান্যরা।
উদ্বোধনী বক্তব্যে একাডেমীর পরিচালক প্রভাষক জাহিদুল ইসলাম বলেন, এই প্রতিষ্ঠানটি এলাকার শিশু-কিশোর ও তরুণদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সুস্থ সংস্কৃতি চর্চায় সহায়ক হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মহিবউল্লাহ। হামদ পরিবেশন করেন জি এম মিলন হোসেন। পরে মহিবউল্লাহর নেতৃত্বে সহশিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তামান্না শিল্পী গোষ্ঠীর পরিচালনায় ও তামান্না যুব ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ নূরে আলম।

