Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সালথায় ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
জানুয়ারি ১, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’-এ নাশকতার অভিযোগে আওয়ামী লীগের দুই প্রবীণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যা (৬৫) এবং ভাওয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিইউসুফ মাতুব্বর (৭০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে ইউনুছ মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফুলবাড়িয়া গ্রামের মৃত পাচু মোল্যার ছেলে।

এর একদিন পর বৃহস্পতিবার (১ জানুয়ারি) ইউসুফ মাতুব্বরকে সালথা বাজার এলাকা থেকে আটক করে পুলিশ। তিনি ভাওয়াল ইউনিয়নের শিহিপুর গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আইনানুগ প্রক্রিয়া শেষে দুই নেতাকেই ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রাতে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ওসি আরো জানান, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চলছে। এই অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।