আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে ব্যাড মিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা জানুয়ারি) রাত্র ৯ ঘটিকায় হরিরামপুর উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় গ্রামে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোহাম্মদ শাহিন।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে একই দিনে আটটি দল অংশগ্রহণ করে। পয়েন্টে শিষ্যে থাকা দুইটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় চ্যাম্পিয়ন হয় জাফর ও সাকিবের দল। রানার্স আপ হিসেবে সুজয় ও ইমনের দল জয় পায় ।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সা’দাত মোঃ শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ইমরান হোসেন, সাবেক ছাত্রদল নেতা সবুজ আল গিফারি , মহসিন রব্বানী,জাহিদ হাসান, ছাত্রদল নেতা আশিক খান, কামরুল হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

