জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।
তিনি জানান, জয়পুরহাট-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৮ জন এবং জয়পুরহাট-২ আসনে ৬ জনসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে কাগজপত্র সঠিক না থাকায় অর্ধেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
জয়পুরহাট-১ আসন
এই আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ, বাসদের প্রার্থী মো. ওয়াজেদ পারভেজ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
অন্যদিকে কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা ও জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন এবং এবি পার্টির প্রার্থী সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।
জয়পুরহাট-২ আসন
এ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল আলম সবুজ এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী ও আমিনুল ইসলাম এবং এবি পার্টির প্রার্থী এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়।
রিটার্নিং অফিস সূত্র জানায়, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

