Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটের দুই আসনে ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৭

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটের দুইটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান।

তিনি জানান, জয়পুরহাট-১ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে ৮ জন এবং জয়পুরহাট-২ আসনে ৬ জনসহ মোট ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে কাগজপত্র সঠিক না থাকায় অর্ধেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

 

জয়পুরহাট-১ আসন

এই আসনে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামীর প্রার্থী ফজলুর রহমান সাঈদ, বাসদের প্রার্থী মো. ওয়াজেদ পারভেজ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী তৌফিকা দেওয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার শিখা ও জালাল উদ্দীন মণ্ডল, খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসেন এবং এবি পার্টির প্রার্থী সুলতান মো. সামসুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।

 

জয়পুরহাট-২ আসন

এ আসনে বিএনপির প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামীর প্রার্থী রাশেদুল আলম সবুজ এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া কাগজপত্রে ত্রুটি থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্বাস আলী ও আমিনুল ইসলাম এবং এবি পার্টির প্রার্থী এস এ জাহিদের মনোনয়ন বাতিল করা হয়।

রিটার্নিং অফিস সূত্র জানায়, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।