Nabadhara
ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে সমাজ সেবা কার্যক্রমে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী সেলিম শাহরিয়ার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জানুয়ারি ৩, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলায় সমাজ সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় মোঃ সেলিম শাহরিয়ারকে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাকে সমাজ সেবা অধিদপ্তর জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।

সেলিম শাহরিয়ার সরকারি বিএল কলেজ থেকে গণিত বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর একটি বাড়ি ও খামার প্রকল্পে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে এনটিআরসি মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন সাতক্ষীরা সদরের আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসায়। ২০২৩ সালের ২০ ডিসেম্বর তিনি সমাজ সেবা অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত হয়ে আশাশুনি উপজেলায় ইউনিয়ন সমাজ কর্মী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। বর্তমানে তিনি আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নে কর্মরত।

তার দায়িত্বপূর্ণ ও আন্তরিক কাজের কারণে মাঠ পর্যায়ে জনগণের মধ্যে তিনি দ্রুত পরিচিত হয়ে উঠেছেন। বিশেষভাবে দারিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণ, ভাতাভোগিদের ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে তার অবদানকে সমাজ সেবা অধিদপ্তর স্বীকৃতি দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু তাকে সম্মাননা স্মারক তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।