আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলায় সমাজ সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় মোঃ সেলিম শাহরিয়ারকে শ্রেষ্ঠ ইউনিয়ন সমাজ কর্মী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাকে সমাজ সেবা অধিদপ্তর জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে।
সেলিম শাহরিয়ার সরকারি বিএল কলেজ থেকে গণিত বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর একটি বাড়ি ও খামার প্রকল্পে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে এনটিআরসি মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন সাতক্ষীরা সদরের আগরদাড়ি মহিলা দাখিল মাদ্রাসায়। ২০২৩ সালের ২০ ডিসেম্বর তিনি সমাজ সেবা অধিদপ্তরে নিয়োগপ্রাপ্ত হয়ে আশাশুনি উপজেলায় ইউনিয়ন সমাজ কর্মী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। বর্তমানে তিনি আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নে কর্মরত।
তার দায়িত্বপূর্ণ ও আন্তরিক কাজের কারণে মাঠ পর্যায়ে জনগণের মধ্যে তিনি দ্রুত পরিচিত হয়ে উঠেছেন। বিশেষভাবে দারিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণ, ভাতাভোগিদের ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা কার্যক্রমে তার অবদানকে সমাজ সেবা অধিদপ্তর স্বীকৃতি দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু তাকে সম্মাননা স্মারক তুলে দেন।

