নওগাঁ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোয়নপত্র যাচাই-বাছাইকালে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে দুইজন স্বতন্ত্রপ্রার্থী মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
রোববার (৪জানুয়ারি) বেলা ১২ টা থেকে ১টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাদের মনোনয়নপত্র বাতিল করেন।
জানা যায়, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে স্বতন্ত্রপ্রার্থী বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি এবং অপর স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেনের ১ ভাগ সমর্থকের স্বাক্ষরে গড়মিল থাকার অভিযোগে তাদের মানোনয়ন বাতিল করেছেন।
এ ব্যাপারে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি দাবী করে বলেন, তার সমর্থকদের কোন স্বাক্ষর ভূয়া নয়।

