Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালাই শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৫৬৪ শিক্ষার্থী, মেধায় টিকলো ৩৬

জয়পুরহাট প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

শনিবারের সকাল। পরীক্ষার হলে থমথমে নীরবতা, চোখভরা স্বপ্ন আর উত্তরপত্রে ধরা দিচ্ছে ভবিষ্যতের প্রত্যয়। জয়পুরহাটের কালাই উপজেলায় এমন পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে কালাই শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা।

সকাল ১০টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে শুরু হয় এ পরীক্ষা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম থেকে দশম শ্রেণির মোট ৫৬৪ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ছিল ৩৬৯ জন এবং মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থী ছিল ১৯৫ জন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা। তিনি সুষ্ঠু পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালাই শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শাহজাহান আলী ও মওলানা মতিউর রহমান, সহসভাপতি আব্দুল মজিদ মল্লিক ও আব্দুল মান্নান, শিক্ষা সম্পাদক তাইফুল ইসলাম ফিতা, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ আলী জিন্নাহসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, শনিবার সকালেই পরীক্ষা শেষে সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়। এতে মেধার ভিত্তিতে স্কুল বিভাগ থেকে ১৮ জন এবং মাদ্রাসা বিভাগ থেকে ১৮ জন—মোট ৩৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়। প্রতিটি শ্রেণি থেকে তিনজন করে মেধাবী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

কালাই শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের মহাসচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন,“গত ২৫ বছর ধরে এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আছে। এ বছর উপজেলার ৪৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ৫শ’ ও ২ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি শামীম আরা বলেন,“শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। অর্থের অভাবে যেন কোনো প্রতিভা থেমে না যায়—এই উদ্যোগ সেই লক্ষ্যেই কাজ করছে।”

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, স্থানীয় পর্যায়ে নিয়মিত এ ধরনের বৃত্তি আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াচ্ছে এবং মেধাভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নীরব সেই পরীক্ষার হলে আজ অনেক শিক্ষার্থীর চোখে লুকিয়ে ছিল বড় হওয়ার স্বপ্ন—আর সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতেই কালাই শিক্ষা ফাউন্ডেশনের এই নিরবচ্ছিন্ন প্রয়াস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।