Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেওয়ানগঞ্জে বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জানুয়ারি ৪, ২০২৬ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) ভোরে সানন্দবাড়ী পশ্চিম পাড়া নৌ ঘাট এলাকা থেকে নকল বিড়ি গুলো উদ্ধার করা হয়।

পরে সকাল ১০ টার দিকে বিড়ি গুলো পুড়িয়ে ফেলা হয়।
স্থানীয় সূত্র জানায়, ভোরে নকল বিড়ি পড়ে থাকতে দেখে বিষয়টি সংশ্লিষ্ট আজিজ বিড়ি কোম্পানির প্রতিনিধিদের অবহিত করেন স্থানীয়রা। খবর পেয়ে কোম্পানির প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান।

পরে গণনা করে দেখা যায়, সেখানে প্রায় ১ লাখ ৫০ হাজার শলাকা রয়েছে। এতে আনুমানিক ৭ হাজার প্যাকেট অবৈধ নকল বিড়ি ছিলো।

উদ্ধার হওয়া নকল বিড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৩১ হাজার টাকা। স্থানীয়রা জানান, সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে একটি চক্র আজিজ বিড়ি নকল করে ও আজিজ বিড়ির নাম ব্যবহার করে নকল বিড়ি সরবরাহ করে আসছে। এতে করে সরকার মোটা অংকের রাজস্ব হারাচ্ছে।

আজিজ বিড়ি কোম্পানীর সানন্দবাড়ি এলাকা ব্যবস্থাপক মেহের আলী জানান, উদ্ধারকৃত অবৈধ নকল বিড়িগুলো আজিজ বিড়ি কোম্পানির প্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।