নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৪ জানুয়ারি) সকালে উপজেলার দত্তবাড়ি মোড় এলাকায় এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স নীড় এন্টারপ্রাইজ-এ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযান সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অতিরিক্ত দামে গ্যাস বিক্রি রোধে অভিযান চালায়। এ সময় ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার ১ হাজার ২৫৩ টাকার পরিবর্তে ১ হাজার ৪৫০ টাকায় বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস বিক্রি না করার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়।
এদিন একই অভিযানে দত্তেরহাট এলাকার মেসার্স স্ট্যান্ডার্ড বেকারি-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং উৎপাদিত কেকের মোড়কে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম বলেন,“অর্থদণ্ডের পাশাপাশি অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্য ও জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সহযোগিতা করে।

