Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে পিতা–পুত্রের ওপর সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাঙচুর, দুইজন গুরুতর আহত

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জানুয়ারি ৮, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে পিতা ও পুত্রের ওপর সন্ত্রাসী হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন খলিল প্যাদা ও তার ছেলে সিরাজুল প্যাদা। আহত দুজন বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল আনুমানিক ৩টার দিকে কলসকাঠি ইউনিয়নের উত্তর নারাঙ্গল গ্রামের পিয়ারা বেগমের বাড়িতে।

অভিযোগ সূত্রে জানা যায়, সাহাবুদ্দিন সাবু হাওলাদারের পরকীয়া প্রেমকে কেন্দ্র করে তার স্ত্রীর সঙ্গে প্রায়ই পারিবারিক কলহ ও মারধরের ঘটনা ঘটত। বিষয়টি খলিল প্যাদার পরিবার সাহাবুদ্দিন সাবুর স্ত্রীকে জানালে এ নিয়ে সাহাবুদ্দিন সাবুর পরিবারে অশান্তির সৃষ্টি হয়। এ ঘটনার জের ধরেই মঙ্গলবার বিকেলে সাহাবুদ্দিন সাবু হাওলাদার ও তার সহযোগীরা খলিল প্যাদার বাড়িতে হামলা চালায়।

অভিযুক্তরা খলিল প্যাদা ও তার ছেলে সিরাজুল প্যাদার ওপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে এবং বসতঘর ভাঙচুর করে। খলিল প্যাদার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথে পুনরায় হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি বেগতিক দেখে খলিল প্যাদা ও তার ছেলে পাশ্ববর্তী খাইরুল কবির খোকনের বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে রক্ষা পান। পরে খলিল প্যাদা স্বজনদের ফোনে জানালে তারা বাকেরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার পর খলিল প্যাদার শ্যালক শহিদুলকে মুঠোফোনে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—একই এলাকার মৃত খলিল হাওলাদারের পুত্র সাহাবুদ্দিন সাবু হাওলাদার (৪২), বাবু হাওলাদারের পুত্র নিরব হাওলাদার (২৫), মৃত খলিল হাওলাদারের পুত্র বাবু হাওলাদার (৫০)সহ আরও কয়েকজন।

এ বিষয়ে অভিযোগকারী পিয়ারা বেগম বলেন,“ঘটনার সময় আমরা পরিবারের সদস্যরা সবাই বাড়িতে ছিলাম না। পাশের গারুড়িয়া ইউনিয়নের হিরাধার গ্রামে আত্মীয়ের সামাজিক অনুষ্ঠানে ছিলাম। এই সুযোগে আমার স্বামী ও ছেলের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহাবুদ্দিন সাবু হাওলাদার বলেন,“এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আপনারা এলাকায় এসে খোঁজ নিয়ে দেখেন।” —এ কথা বলেই তিনি ফোন কেটে দেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. সোহেল রানা জানান,“পিয়ারা বেগম নামে একজন লিখিত অভিযোগ দিয়েছেন। আহত দুইজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।