ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ পুকুর থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের পূর্ব রাধানগর এলাকায় গনি মোল্লার পুকুর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কৃষকের নাম আমজেদ ওরফে আঞ্জু মোল্লা (৬০)। তিনি পূর্ব রাধানগর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপর থেকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার দুপুরে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা এটি স্বাভাবিক মৃত্যু নয় বলে দাবি করে হত্যার আশঙ্কা প্রকাশ করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

