Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে উরস শরীফ শুরু ১০ জানুয়ারি

ফরিদপুর প্রতিনিধি
জানুয়ারি ৯, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হযরত মাওলানা শাহ্ সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ)-এর পবিত্র উরস শরীফ প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উরস শরীফ শুরু হবে আগামী ১০ জানুয়ারি শনিবার থেকে এবং চলবে ১৩ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত।

শুক্রবার দুপুরে উরস শরীফ উপলক্ষে দরবার শরীফের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হুদা, বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুর অঞ্চলের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী, দরবারের সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ও শহিদুল ইসলাম শাহীনসহ সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনে বক্তব্যে কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রতিবছরের মতো এবারও উরস শরীফে আগত আশেকান-জাকেরান ফরজ, সুন্নত ও নফল ইবাদত-বন্দেগীতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ), তাঁর সাহাবায়ে কেরাম, আহলে বাইত, তরিকার ইমাম মুজাদ্দেদ আলফে সানী (রাঃ), খাজা এনায়েতপুরী (কুঃ ছেঃ আঃ)সহ সকল নবী-রাসুল ও ওলী-আউলিয়াগণের পাক আত্মা এবং সকল ইন্তেকালপ্রাপ্ত মুমিন মুসলমানদের আত্মার মাগফিরাত কামনায় সওয়াব রেসানী করা হবে।

তিনি আরও জানান, উরস শরীফে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং সকল প্রকার বালা-মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

উরস উপলক্ষে দরবার শরীফে আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় ধর্মীয় ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।