শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
চিতলমারীতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিংয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কলিগাতী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় চিতলমারী থানার ৪ নম্বর বিটের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিট অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুজয় কুমার মল্লিক ও উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন আলম।
এ সময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, ইমামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনায় বক্তারা বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে পুলিশ ও সাধারণ জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে সময়মতো তথ্য প্রদান করলে পুলিশ দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে পারে।
বক্তারা আরও বলেন, “আপনার পুলিশ আপনার পাশে”—এই স্লোগান বাস্তবায়নে সবাইকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

