কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে কাঠালিয়া ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশন।
আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে রোগীর চিকিৎসা সহায়তা হিসেবে সংগঠনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
সহায়তাপ্রাপ্ত রোগী মো. আরিফ হোসেন কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঘোষের হাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আর্থিক অসচ্ছলতার কারণে তার চিকিৎসা ব্যয় বহন করা কষ্টসাধ্য হয়ে পড়লে সংগঠনটি এই মানবিক সহায়তা প্রদান করে।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন কাঠালিয়া ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. মেহেদী সিকদার, কোষাধ্যক্ষ সোহাগ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এ সময় তারা রোগীর খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ইয়ুথ রেড কেয়ার মানবিক ফাউন্ডেশনের মূল লক্ষ্য। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

