Nabadhara
ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বেগম জিয়ার মাগফিরাত কামনা করে আইইবির উদ্যোগে দোয়া ও শীতবস্ত্র বিতরন

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি
জানুয়ারি ১০, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবি , রাজশাহী কেন্দ্র। বিকেল ৩টায় রাজশাহী আইইবি প্রাঙ্গনে কার্যক্রমের সূচনা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও আইইবি রাজশাহী কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী পাহিন, বিশেষ অতিথি ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আব্দুর রাজ্জাক এবং সভাপতিত্ব করেন আইইবি রাজশাহী কেন্দ্রের সভাপতি প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা।

অনুষ্ঠানের শুরুতেই আইইবি রাজশাহী কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী ড. মো রবিউল ইসলাম সরকারের উপস্থাপনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর অতিথিদের বক্তব্য প্রদান শেষে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।

শেষে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়ার কার্যক্রম পরিচালনা করেন নগরীর বরেন্দ্র জামে মসজিদের পেশ ইমাম মোঃ রফিকুল ইসলাম।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। দোয়া ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চার বার্তা তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আইইবি রাজশাহী কেন্দ্রের সদস্য, প্রকৌশলী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।